২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪৪:৫৯ পূর্বাহ্ন


ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল


ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহী মহানগরীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় মহানগরীর আলুপট্টি মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শোডাউন শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন করেন শিক্ষার্থীরা। ট্রাকের পেছনে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন  স্লোগান দেন। মিছিলটি সিএনবি মোড়ে গিয়ে শেষ হয়।

এদিন রাতে শিশু একাডেমি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে সেখানে সবার অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আনন্দ মিছিলের সময় ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। শোডাউনের কর্মসূচি শেষে গরুটি আবারও ফেরত দেওয়া হয়েছে। তবে গণভোজের জন্য বাজার থেকে আলাদা করে মাংস কেনা হয়েছে।

সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্র্বতী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা।