২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪২:৩৩ পূর্বাহ্ন


মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবকারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবকারী গ্রেফতার মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবকারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ আসলাম (৪৬), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত ৩টায় রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আসলাম (৪৬), সে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোঃ আজিজুল সরকারের ছেলে। সে বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।