২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪১:৪১ পূর্বাহ্ন


চারঘাট থানার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মুকুল গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
চারঘাট থানার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মুকুল গ্রেফতার চারঘাট থানার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মুকুল গ্রেফতার


রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী মোঃ মুকুলকে (২২) সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প ও র‌্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে সাভার থানাধীন সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মোঃ মুকুল, সে রাজশাহীর চারঘাট থানার ডাকরা গ্রামের মৃত: ইনছার আলীর ছেলে।

শুক্রবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, চারঘাট থানার মামলা নং-৩৪, (তাং- ২৭ জুলাই ২৪) চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী মোঃ মুকুল। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার পলাতক আসামী বলে স্বীকার করে। 

শুক্রবার সকালে গ্রেফতার মুকুলকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।