২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৪৩:৫২ অপরাহ্ন


মোহনপুরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত মোহনপুরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত


রাজশাহীর মোহনপুর খড় বোঝাই ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য ও ইমাম নিহতের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে নিহত সেনা সদস্য মোঃ পলাশ (২১) নওগাঁ জেলা মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মোঃ মমতাজুল ইসলামের ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত। নিহত অপরজন আব্দুল কুদ্দুস (৪০) একই জেলার রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে। তিনি একজন ইমাম। মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে  সিএনজি ড্রাইভার মোঃ বদিউজ্জামান (৩৭), ভুটভুটি ড্রাইভার মোঃ নাজমুল ইসলাম (২৬) ও হেলপার নয়ন (২৪) কে আটক করেছে।

সিএনজি ড্রাইভার মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে। ভুটভুটি ড্রাইভার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতমা হঠাতপাড়া গ্রামের নহির উদ্দিনের ছেলে। হেলপার একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত ফায়েজ উদ্দিনের ছেলে। 

ঘটনাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে  রাজশাহী থেকে নওগাঁ'র উদ্দেশ্যে যাওয়ার পথে মোহনপুর থানাধীন মোহনপুর সরকারি হাসপাতাল গেটে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি অপর একটি মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি গাড়িতে থাকা সেনা সদস্য ও ইমাম রাস্তায় সিটকে পড়ে রক্তাক্ত জখম হয় এবং সেখানেই মারা যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত দুইজনের লাশ হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভুটভুটি গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ঘটনাস্থলে রয়েছে। এনিয়ে মোহনপুরে পৃথক দুটি  সড়ক দুর্ঘটনায় একইদিনে তিনজনের প্রাণহানি হয়েছে।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, সড়ক আইনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান।