১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪২:৫৩ অপরাহ্ন


একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৪
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৪ একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৪


দেশজুড়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৮ জন মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরের ২৫ দিনেই মারা গেছেন ৫৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৩ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৫৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ২১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন ও রংপুর বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।