চট্টগ্রামে চন্দনাইশ থানা এলাকা হতে ২০১৫ পিস ইয়াবা-সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড এর নাসির মোহাম্মদ পাড়ার একটি টিনশেড ঘরের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে ২০১৫ পিস ইয়াবা-সহ আসামি মোঃ মতিউর রহমান (৪৪), পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং- কেন্দুয়া, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- নাসির মোহাম্মদ পাড়া, ৭ নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম এবং মোঃ হাসান (৪০) (রোহিঙ্গা), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ১১ নং রোহিঙ্গা ক্যাম্প, মাঝি জমির হোসেন, ২ নং বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার'দের আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।