বায়তুল মোকাররমে মসজিদের ভেতরে মুসল্লিদের সংঘর্ষে ছয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আহতরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ছাড়েন।
প্রাথমিক চিকিৎসা নেওয়া আহতরা হলেন, মোস্তাইন বিল্লাহ (১৭) লিমন (১৩), এনামুল হাসান(১৬), শাকিল(২১),ফেরদৌস(২২) ও হাবিবুর (২০)।
আহত এনামুল হাসান জানায়, সে নারায়ণগঞ্জ ফতুল্লার একটি মাদরাসার ছাত্র। তারা তিনজন জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররমে আসে। তারা তিনজন বারান্দার দিকে ছিল। হঠাৎ ভিতরে মারামারি শুরু হয়। সেখান থেকে কোন কাচের টুকরা হাতে এসে লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। একে একে সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে।