১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৩২:৩১ পূর্বাহ্ন


অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ
নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৪
অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ


"দফা এক দাবি এক'অধ্যক্ষের পদত্যাগ" স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ চত্বর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কলেজের  প্রফেসর মো: নাজমুল হাসান সহ ৬ ডিপার্টমেন্ট হেডের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

ছাত্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কলেজের প্রফেসর মো: নাজমুল হাসান বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করে ছাত্ররা আন্দোলনে নামে এ ছাড়াও ৬ ডিপার্টমেন্ট হেড তারা নানা ভাবে শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারের মিছিল মিটিংয়ে করতে বাধ্য করা, শিক্ষার্থীরা না করলে হয়রানি করা, তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে ক্ষমতার অপব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন- কলেজের অধ্যক্ষ নিয়োগ বানিজ্য, এডিপির ফান্ড থেকে টাকা আত্মসাত, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মাসিক বেতন এর নামে শিক্ষার্থীদের থেকে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেয়। এজন্য প্রফেসর নামজুল হক'কে পদত্যাগ করতে বাধ্য করেন তারা। 

এ সময় শিক্ষার্থীদের কাছে সাদা কাগজে সিল ও স্বাক্ষর করে ৩ দিন সময় চেয়ে ন্যায় প্রফেসর মো: নাজমুল হাসান ও ৬ ডিপার্টমেন্ট হেড।