০৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৫৪:০৭ অপরাহ্ন


সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৪
সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল


দলীয় সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা-নির্যাতন করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। এর মাধ্যমে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, প্রতিনিয়তই এই কাজের মাধ্যমে সরকার নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে। সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা সন্ত্রাস, হামলা ও মামলা দিয়ে দমানো যাবে না।

তিনি আরও বলেন, ছাত্র গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে চেয়েছিল সরকার। তারা সকল হত্যা, ধ্বংস, নৈরাজ্য ও সঙ্কটের জন্য এককভাবে দায়ী। বিবৃতিতে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি।