১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৩:৩০ অপরাহ্ন


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২ মহাসড়কের ফাইল ফটো


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের যাত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার মুগনী মিয়া (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী অনিতা পরিবহনের একটি বাস ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এসময় সামনে থাকা পল্লীবিদ্যুতের খুঁটি ভর্তি একটি ট্রাককে অভারটেক করার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। এতে সামনের গ্লাস ভেঙে বিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এসময় ফরিনা বেগম ও মুগনী মিয়া নিহত হন।

বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান।

গোড়াই হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।