২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৪:২০:০৫ অপরাহ্ন


দামকুড়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৪
দামকুড়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার দামকুড়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার


রবিন পেশায় একজন রিকশা চালক। রিকশা চালানোর আড়ালে তিনি করতেন মাদকের কারবার। অবশেষে রাজশাহীর দামকুড়া থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে ধরা খেয়েছে এই সুকৌশলী রিকশা চালক রবিন। বুধবার (২৬ জুন) রাত ১০টার দিকে দামকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিন শেখ (১৯) কাশিয়াডাঙ্গা থানা এলাকার সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে রিকশা চালানোর আড়ালে মাদকের কারবার করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, রবিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।

র‌্যাবের একটি দল তার গতিবিধি লক্ষ্য করে আসছিল। র‌্যাবের কাছে তথ্য ছিল রবিন ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য বেড়পাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তার কাছে তল্লাশী চালিয়ে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তার রবিন শেখকে দামকুড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।