ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। মরদেহটির শরীরের কোমর থেকে উপরের অংশ পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বড় চন্দ্রাইল এলাকার রফিকের বাড়ির দক্ষিণ পাশে ইটের স্তুপের পাশে খণ্ডিত এ মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে ধামরাই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজশাহীর সময় / এফ কে