২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:০১:২৩ অপরাহ্ন


ধামরাইয়ে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
ধামরাইয়ে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার ফাইল ফটো


ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। মরদেহটির শরীরের কোমর থেকে উপরের অংশ পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বড় চন্দ্রাইল এলাকার রফিকের বাড়ির দক্ষিণ পাশে ইটের স্তুপের পাশে খণ্ডিত এ মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে ধামরাই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহীর সময় / এফ কে