২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪২:৩২ অপরাহ্ন


পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ২
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ২ পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ২


রাজশাহীর পুঠিয়া হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মো: কালাম (৪২) এবং মো: হাসিবুল হাসান শান্ত (২৪)। মো: কালাম রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর গ্রামের মো: জালাল মন্ডলের ছেলে এবং মো: হাসিবুল হাসান শান্ত একই থানার চক মোক্তারপুর গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে।

বুধবার (১ মে) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী মো: রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামের জনৈক নাদিম বাবু এর আম বাগানের দক্ষিণ পাশে ইট বিছানো হেয়ারিং রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী মুহাম্মদ রুহুল আমিন নেতৃত্বে এসআই মো: মাহবুব আলম ও ফোর্সসহ ৩০ এপ্রিল দুপুর সোয়া ১টায় সেখানে অভিযান চালিয়ে  মো: কালাম-এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৫ বোতল ফেন্সিডিল এবং মো: হাসিবুল হাসান শান্ত-এর দেহ তল্লাশি করে তার ডান কাঁধে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মো: কালাম ও মো: হাসিবুল হাসান শান্ত এর বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।