রাজশাহীর বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় মন্টু হোসেন নামে এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ভুট্টা খেতে কাজ করার সময় তার মৃত্যু হয়। মৃত মন্টু হোসেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ির পাশের মাঠে ভুট্টাখেতে কাজ করার করার জন্য যান মন্টু হোসেন। বেলা সাড়ে ১২টার দিকে তার স্ত্রী সাজেদা বেগম স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে খেতে যান। খেতে তার স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের অটোরিকশায় করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, পরিবারের দেয়া তথ্যমতে তার কোনো রোগ-বালাই ছিল না। দুপুর রোদে ভুট্টা খেতে কাজ করা অবস্থায় তিনি মারা গেছেন। সে কারণে আমরা ধারণা করছি তিনি হিট স্ট্রোকেই মারা গেছেন।