০৪ মে ২০২৪, শনিবার, ০৩:৩৯:০৩ পূর্বাহ্ন


বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৪
বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিলসহ মোঃ লালু মন্ডল (৫৫) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টায় বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ লালু মন্ডল রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) গ্রামের মৃত রেজাব আলীর ছেলে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) গ্রামে মাদক কারবারী মোঃ লালু মন্ডল এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় তার বসত বাড়ীর চতুরদিক ঘেরাও করে তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা খাঁটের নীচে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।