২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:২৪:৩৯ অপরাহ্ন


বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
রাসিক প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৪
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক


রাজশাহী মহানগরীর সুলতানাবাদ নিবাসী, রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোংলার (৭২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসভবনে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে গোরহাঙ্গা গোরস্থানে দাফন করা হয়।