২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩১:১৮ অপরাহ্ন


কাটাখালী থানায় ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৪
কাটাখালী থানায় ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার কাটাখালী থানায় ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে মোঃ সুমন আলী (২৯) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। 

সোমবার (২২ এপ্রিল) বিকালে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন আলী (২৯) সে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর নগর পাড়া এলাকার মোঃ ইনসান আলীর ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার পিয়াজুর মোড়ে বসবাস করত।

জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী আদালতে ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ।

সোমবার বিকালে কাটাখালি থানা পুলিশ জানতে পারেন, আসামি সুমন আলী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সমুন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুমন আলীকে গত ২৫ জুন ২০২৩ রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।