০৮ মে ২০২৪, বুধবার, ০৫:৪৮:৫২ অপরাহ্ন


মহানগরীতে গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৪
মহানগরীতে গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার মহানগরীতে গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে দুই কেজি তিনশত গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ এপ্রিল) রাত ১টায় রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: জীবন জন (৩৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত আবুল শেখের ছেলে এবং মো: রমজান (৩৬) একই এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে।

সোমবার (২২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ীর সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টায় ডিবি পুলিশের এসআই মো: নুরন্নবী হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে জীবন ও রমজানকে গ্রেপ্তার করে এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাঁজাগুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।