রাজশাহীর চারঘাট হতে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইদুর রহমান (৪০) নামে একজন মাদক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২০ এপ্রিল) বিকাল পোনে ৬টায় চারঘাট থানাধীন বাদুড়িয়া নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সাইদুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানাধীন আসকরপুর গ্রামের মৃত তমেজ মিস্ত্রীর ছেলে।
রোববার (২১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন মাদক কারবারী যাত্রীবেশে অটোভ্যানে করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাষুমন্ডিয়া থেকে বাদুড়িয়া গ্রাম হয়ে তালতলা রোড হয়ে অজ্ঞাত স্থানে মাদকদ্রব্যসহ যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল পোনে ৬টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১টি বড় প্লাস্টিকের ড্রামসহ আটক করা হয়। পরবর্তীতে ড্রামের ভিতর তল্লাশী করে ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ সাইদুর রহমান একজন পেশাদার মাদক কারবারী এবং নিজেও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্নœ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।