রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৭ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এপ্রিল মাসজুড়েই রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছিল। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
১৪ এপ্রিল রাজশাহীতে শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে এতে মাটিও ভেজেনি। ফলে উত্তপ্ত হচ্ছে মাটি।
আকাশে মেঘ না থাকায় রোদের তীব্র তাপে বাতাসও উত্তপ্ত থাকছে। এই তীব্র তাপদাহে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শিশু ও বৃদ্ধরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন।