২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০১:৫১:৩৫ পূর্বাহ্ন


আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৪
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা


রাজশাহীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ কে স্বাগত জানিয়ে শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

রোববার (পহেলা বৈশাখ) সকাল সাড়ে ৭টায় ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’- স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি সিএন্ডবি’র মোড় সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

রাজশাহীতে এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।

এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর নেতৃত্বে শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মো. আক্তার জামীল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী সহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।