২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:২৪:০০ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ৬ জুয়াড়ি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৪
রাজশাহী মহানগরীতে ৬ জুয়াড়ি গ্রেফতার বোয়ালিয়া থানার অভিযানে গ্রেপ্তারকৃত ৬ জুয়াড়ি।


রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) রাত পোনে ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: ফরিদ হোসেন (২৬), মো: আরমান শেখ (২৫), মো: মাইফুল শেখ (৪৭), মো: মোরাদ শেখ (৪০), মো: তাজুল ইসলাম রবিন (২৪) ও মো: আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মহমুদুল হাসানের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির তাং, পিপিএম, এসআই আবু তালেব মোল্লা ও তাঁর সঙ্গীয় ফোর্স। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।