সিটি হাসপাতাল রাজশাহীতে আবারো দূর্বত্তের হামলার শিকার হলেন কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক (৪২)।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১২টার সময় সিটি হাসপাতাল, রাজশাহী‘র বর্হি বিভাগে এ ঘটনা ঘটে।
আহত মোঃ এনামুল হক, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভেরিপাড়া বুলনপুরের মৃত মাজেদুল হকের ছেলে। সে সিটি হাসপাতাল, রাজশাহীর কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছে।
নাম প্রকাশ না করা সত্বে তার সহকর্মী জানায়, আজকে আনুমানিক বেলা ১২টার দিকে ৩-৪জন যুবক হাসপাতালের বর্হি বিভাগের ফার্মেসী কাউন্টারে এসে এনামুলের কাছে পরিচালকের নাম্বার চায়। এই সময় এনামুল পরিচালকের নাম্বার দিতে অস্বিকার জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ২জন ফার্মেসী কাউন্টারের মধ্যে থেকে ঢুকে এনামুলকে এলোপাথারি ভাবে মারপিট করে। এনামূল পালাতে চেষ্টা করলে বাইরে থাকা আরো ২জন মিলে তাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে।
তিনি আরও বলেন, আফসোস হয় আমাদের সহকর্মীদের মধ্যে কেউ তাকে বাচাঁতে আসেনি। হামলাকারীরা এনামুলকে মারতে মারতে হাসপাতালের মেইনগেট পর্যন্ত নিয়ে যায়। এসময় আনসার সদস্যরা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। তারপর তাকে আমাদের হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী (৮নং ওয়ার্ড) বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।