পুঠিয়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১১মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে পুঠিয়ার শিবপুরে সুগুনা ফুডস বাংলাদেশ প্রাইভেট লি: প্রতিষ্ঠানটির উৎপাদিত পোল্ট্রি ফিড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে মান বিহীন ভাবে উল্লিখিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পুঠিয়া কাঠালবাড়ীয়া এলাকার মামুন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’র প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে মিথ্যা তথ্য প্রদান করে উল্লিখিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে সেলিম মৎস বিতান, ঝলমলিয়া বাজার, পুঠিয়া ও আনোয়ারের দোকান, কাঠাল বাড়িয়া বাজার, পুঠিয়া প্রতিষ্ঠান দু'টিকে তাদের বাজারজাতকৃত পণ্যের ওজন কম দিয়ে বিক্রয় ও বিতরন করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু'টিকে যথাক্রমে ২ হাজার টাকা ও ৫০০ করে মোট ২৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহীর নেতৃত্বে উল্লিখিত অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেছেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।