০১ মে ২০২৪, বুধবার, ১১:৩৮:৪২ অপরাহ্ন


সিংড়ায় শ্যালো মেশিনের পাম্প সহ চোর চক্রের ১ জন আটক
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৪
সিংড়ায় শ্যালো মেশিনের পাম্প সহ চোর চক্রের ১ জন আটক সিংড়ায় শ্যালো মেশিনের পাম্প সহ চোর চক্রের ১ জন আটক


নাটোরের সিংড়ায় দুইটি শ্যালো মেশিনের পাম্প সহ আরদমিন বুড়া (৩৪) নামে চোর চক্রের ১ জনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (৯ মার্চ) ভোর রাতে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার জামতলী বাজার হতে আটক করা হয় এবং  রবিবার (১০ মার্চ) বিকালে চুরির মামলায় নাটোর জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া গ্রামের  মাঠে শনিবার ভোর রাতে  আঃ রউফ ও বায়জিদ নামের দুই কৃষকের শ্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা  চোরকে  পিছন থেকে ধাওয়া করে জামতলী বাজারে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় চোর চক্রের হোতা আরদমিন বুড়া সহ শ্যালোমেশিনের দুটি পাম্প জব্দ করে।

আটককৃত আসামী আরদমিন ছোট বাঁশবাড়িয়া গ্রামের মুনতাজের ছেলে। এ ঘটনায় চোর চক্রের পলাতক শাহিন ও সুমন নামের  আরও ২জনকে আসামী  করে  আটকৃত আসামীকে  জেল হাজতে পাঠানো হয়েছে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে চলনবিলের এই কৃষি মাঠে সেচপাম্পের বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় কৃষকরা অনেক আতংকে আছে। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি সেই সাথে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।