রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমী সামনে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব ওরফে রবাটকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৮ মার্চ) মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি বিপ্লব ওরফে রবাট, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আবু বাক্কারের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, আসামি বিপ্লব ওরফে রবাটের বিরুদ্ধে গত ২১ আগস্ট ২০২২ ভোর সাড়ে ৫ টায় মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমীর সামনে মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা রাজপাড়া থানায় মুলতবি ছিল। রবাটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
শুক্রবার রাতে মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি বিপ্লব ওরফে রবাট রাজপাড়া থানার লক্ষীপুর মোড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই মিঠুন সরকার ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার আসামীর বিরুদ্ধে ডাকাতি মামলার পরোয়ানাসহ আরো দু’টি মামলা বিচারাধীন আছে।
শনিবার সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।