২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৫২:৫৭ অপরাহ্ন


পবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী আশুলিয়া থেকে গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৪
পবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী আশুলিয়া থেকে গ্রেফতার পবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী আশুলিয়া থেকে গ্রেফতার


রাজশাহী পবা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলসুমকে দীর্ঘ ১০ বছর পর আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকার সাভার থানার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামী মোসাঃ কুলসুম বেগম, সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা দেওয়ান পাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে। 

শুক্রবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোসাঃ কুলসুম বেগম। বৃহস্পতিবার রাতে তাকে সাভার থানার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী স্বিকার করে, সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। জামিন নেওয়ার পর দীর্ঘদিন ১০ বছর যাবৎ বিভিন্ন স্থানে আত্বগোপনে ছিল। 

শুক্রবার সকালে তাকে গোদাগাড়ী থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।