রাজশাহী মহানগরীতে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল লতিফকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
৬ মার্চ দিবাগত রাত দেড় টায় মহানগরীর শাহমখদুম থানার হরিশার ডাইং গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ আব্দুল লতিফ ওই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান,আসামি মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে মহানগরী শাহমখদুম থানায় কোর্টের প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। লতিফকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান চালায় পুলিশ। বুধবার ৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি আব্দুল লতিফ তার বাড়ির পাশে একটি বাড়িতে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স রাত দেড় টায় অভিযান পরিচালনা করে আসামি লতিফকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।