২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩৯:০১ অপরাহ্ন


মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার-৩
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার-৩ মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার-৩


রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলো: মোঃ আশিক আহম্মেদ জিসান (২৪), সে মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জের মৃত সুজনের ছেলে। (বর্তমানে সে টিকাপাড়ায় বসবাস করে)। মোঃ শিমুল (২১), সে বোয়ালিয়া থানার টিকাপাড়ার মোঃ বুলবুলের ছেলে ও মোঃ মাহমুদ হাসান প্রেম (২১), সে একই থানার রামচন্দ্রপুর বাশার রোডের মোঃ আলমগীর হোসেনের ছেলে।  

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মোঃ আব্দুর রহিম (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় তাঁর নিজের মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ভিতরে যান। পরে বাহিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নাই। এ সময় বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টায় বাগমারা থানা এলাকা থেকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় চোরাই মোটরসাইকেল-সহ আসামিদের গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ।  

মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।