২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৬:০৬ অপরাহ্ন


অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৪
অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা


সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী, নগর ভবন গেট হতে লক্ষিপুর ঝাউতলা মোড়, কদমতলা, চন্ডিপুর প্রেসক্লাব মোড়, সিএন্ডবি মোড়, জিপিও পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ৬টি মামলা দায়ের করে ১১ হাজার  টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।