২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৪৬:১৫ অপরাহ্ন


ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করলো পুলিশ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৪
ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করলো পুলিশ ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করলো পুলিশ


রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকার এক ব্যক্তির ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মশিউর রহমানের ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার হয়।

এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুর গ্রামের মোঃ কালামের ছেলে মোঃ মশিউর রহমান। তিনি শাহমখদুম বিমান বন্দরে পরিবহনের চালক হিসাবে কাজ করেন।

গত (১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় তিনি তার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৯০ টাকা একটি নম্বরে পাঠাতে গিয়ে ডিজিটের ভুলে অন্য একটি নম্বরে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন ভুল নম্বরে টাকা পাঠিয়েছেন। সেই টাকা ফেরতের জন্য তিনি ওই নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ পান। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে টাকা উদ্ধারের জন্য এয়ারপোর্ট থানায় একটি জিডি করেন তিনি।

জিডির পর নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এএসআই মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্স টাকা উদ্ধারে কাজ শুরু করেন এবং মঙ্গলবার টাকা উদ্ধার করতে সক্ষম হন।

মশিউর রহমান ভুল নম্বরে যাওয়া টাকা ফেরত পেয়ে খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ায় এয়ারপোর্ট  থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।