১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৩:১১:৫৪ অপরাহ্ন


বেলপুকুর থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২৪
বেলপুকুর থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেলপুকুর থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


রাজশাহী জেলার দূর্গাপুর থানার আমগাছী এলাকায় অভিযান পরিচালনা করে দুই বছরের  সাজাপ্রাপ্ত ও তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ।

রবিবার (৩ মার্চ) সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর দূর্গাপুর থানার আমগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অবস্থান করছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল নুর দুখু , সে মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মোঃ মোজাম্মেলে ছেলে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। 

জানা যায়, আসামি মোঃ আব্দুল নুর দুখুর বিরুদ্ধে নগরীর বেলপুকুর থানায় এক মামলায় দুই বছরের সাজা ও অপর তিন মামলার গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আব্দুল নুর দুখুকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বেলপুকুর থানা পুলিশ।  রবিবার সকালে বেলপুকুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, আসামি আব্দুল নুর দুখু রাজশাহীর দূর্গাপুর থানার আমগাছী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ৩ টায় তাকে গ্রেফতার করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে এসআই মো: রিমন হোসেন ও সঙ্গীয় ফোর্স । 

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।