নাটোরের সিংড়ায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে সিংড়ার শেরকোল রানীনগর গ্রামসহ শাহী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃকরা হলো, মোঃ মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা আশিক (২৪), মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ ফেরদৌস আহম্মেদ ফারদিন (২০) ও মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২৩)। তারা নাটোর সদর তেলকুপি ও বড়গাছা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরে সিংড়ায় শেরকোলের ইউনিয়নের রানীনগর গ্রামে রানী ও শাহীবাজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাগর মোল্লা আশিক, ফেরদৌস আহমেদ ফারদিন ও মিঠুন আলীকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২২.৫ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল, ৭টি সিম কার্ড ও নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়।