২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৩:৫১:১১ অপরাহ্ন


গাজায় নিহত দুই কমান্ডার-সহ ১০ জন ইজরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
গাজায় নিহত দুই কমান্ডার-সহ ১০ জন ইজরায়েলি সেনা ছবি: সংগৃহীত


গাজায় দখলদার ইজরায়েল সেনার উপর বড় আঘাত হানল সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। কার্যত তারা ফাঁদে ফেলে ইজরায়েলি ফৌজের এলিট গোলান ব্রিগেড এবং 'স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট'-এর ১০ সেনাকে হত্যা করল। নিহতদের মধ্যে রয়েছেন এক কর্নেল এবং এক লেফটেন্যান্ট কর্নেল স্তরের অফিসার।

বুধবার রাতে হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় 'গ্রাউন্ড অপারেশনে' নিযুক্ত ইজরায়েল সেনার একটি দলকে ঘিরে ফেলে। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন একটি ট্যাঙ্ককে উদ্ধার করতে গিয়ে প্রতিআক্রমণের মুখে পড়ে ওই সেনা দলটি। তাদের উপর মেশিনগান এবং রকেট হামলা চালায় হামাস বাহিনী।

ওই লড়াইয়ে গোলান ব্রিগেডের দুই কমান্ডার, কর্নেল ইত্‍ঝাক বেন বাসাত, লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ নিহত হন বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। এ ছাড়া গোলান ব্রিগেডের এক সার্জেন্ট এবং 'স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট'-এর দুই মেজর হামাসের হামলার শিকার হয়েছেন বলে ইজরায়েলি সেনা সূত্রের খবর। গাজায় স্থল অভিযান শুরুর পরে এ নিয়ে মোট ১১৫ ইজরায়েলি সেনা নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ৬০০ জন।