২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৪:২১:৩১ অপরাহ্ন


ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৩
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান


ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান৷ রবিবার সকালেই ফের কেঁপে উঠল আফগানিস্তান৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৮। ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার৷ ভূমিকম্পের গভীরতা ছিল ৯০ কিলোমিটার৷

রবিবার সকাল ৯.০৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বারংবার আফগানিস্তানে ভূমিকম্পের ফলে আতঙ্ক বাড়েছে৷ এর আগে ১৩ অক্টোবর আফগানিস্তানে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এনসিএস অনুসারে , শুক্রবার সকাল ৬.৩৯ মিনিটে 50 কিলোমিটার গভীরে কেঁপে ওঠে।

কিছুদিন আগেই এক সপ্তাহের মধ্যে পরপর ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান৷ এর আগেও ৭ অক্টোবর পর পর ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ হেরাট প্রদেশের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল কার্যত সমতলে পরিণত হয়ে গিয়েছিল৷ তীব্রতা এতটাই বেশি ছিল, যা আগে কখনও অনুভূত হয়নি৷