২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:২৮:২৯ অপরাহ্ন


ইজরায়েলের বন্দিদের এক এক করে খুনের হুমকি হামাসের!
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
ইজরায়েলের বন্দিদের এক এক করে খুনের হুমকি হামাসের! ইজরায়েলের বন্দিদের এক এক করে খুনের হুমকি হামাসের!


ইজরায়েল-হামাস সংঘর্ষের মাত্রা ক্রমশই চড়ছে। এখনও পর্যন্ত ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। হামাসের অতর্কিত রকেট হামলার পরেই প্রত্যাঘাত হিসাবে গাজার দখল নিয়েছে ইজরায়েল। সেখানকার বাসিন্দাদের খাবার, জল, বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এবার হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা হুমকি দিয়েছেন, কোনও সতর্কতা ছাড়াই গাজার সাধারণ নাগরিকদের উপর ইজরায়েল হামলা করলে তারাও পাল্টা হিসাবে এক এক করে সেদেশের বন্দিদের হত্যা করতে শুরু করবে। 

হামাস আরও দাবি করেছে, ইজরায়েলের বিমান হামলায় তাদের চার নাগরিককে হত্যা করা হয়েছে যারা গাজায় বন্দি ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, চারদিনের অচলাবস্থা চলাকালীন ইজরায়েলের হামলায় ১৪৩টি শিশু ও ১০৫ জন নারী সহ সেখানকার মোট ৭০৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া হামাসের হামলায় ইজরায়েলে অন্তত ৯০০ মানুষ নিহত ও ২,৬০০ জন আহত হয়েছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে হামাসকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই  ৩ লক্ষ সেনা মোতায়েন করেছে। 'আমরা এই যুদ্ধ চাইনি। সবচেয়ে নৃশংস ও বর্বরভাবে আমাদের এই যুদ্ধে নামতে বাধ্য করা হয়েছে। তবে ইজরায়েল এই যুদ্ধ শুরু না করলেও ইজরায়েল এই যুদ্ধ শেষ করবে, জানিয়েছেন নেতানিয়াহু। 

হামাসকে আইসিসের সঙ্গে তুলনা করে তিনি জানিয়েছেন, 'হামাস বুঝতে পারবে যে আমাদের আক্রমণ করে তারা ঐতিহাসিক ভুল করেছে। এর এমন দাম চোকাতে হবে তাদের যে হামাস তো বটেই, ইজরায়েলের অন্যান্য শত্রুরা আগামী কয়েক দশক ধরে তা মনে রাখবে।'