ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। হামলা-পাল্টা হামলায় দুই দেশই উত্তপ্ত। এ পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন গাজার অন্তত সোয়া লাখ বাসিন্দা। এরই মধ্যে দেশটিতে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার ( ৮ অক্টোবর) রাতে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে , গাজার ১ লাক ২৩ হাজারেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আর জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ।
শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আতর্কিত রকেট হামলা চালায় হামাস। এ হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলের সেনা সদস্যরা। গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষের আবাসস্থল। বিশ্বের অন্যতম জনসংখ্যাবহুল স্থান এ উপত্যকা।
এর আগে, ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘর ছাড়তে বলে ইসরাইল। ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘ গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন, তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীকে শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।’
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ হাজারেরও বেশি।
অন্যদিকে ইসরাইলে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০০ জন। আর আহত হয়েছেন ২ হাজার ৩০০ মানুষ।