২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৩৮:৩২ অপরাহ্ন


বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সম্প্রীতি সম্মেলন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৩
বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সম্প্রীতি সম্মেলন File Photo


বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১১’ শুরু হয়েছে। ভারতের মেঘালয়ে উমরয় সেনানিবাসে এই অনুশীলন উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে আসামের জোড়হাটে প্রথম সম্প্রীতি অনুশীলন শুরু হয়। উমরয় সেনানিবাসে বাংলাদেশের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ এবং ভারতের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল এস কে আনন্দ দলনেতা হিসেবে অনুশীলনটি উদ্বোধন করেন। দুই সপ্তাহব্যাপী এই অনুশীলনে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের চ্যাপ্টার সেভেনের আওতাধীন বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা কার্যক্রম ও সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটেল ড্রিল বিষয়ে যৌথ অভিযান অনুশীলন করবে। উভয় দেশ থেকে ৭২ জন অফিসার, ১৯ জন জেসিও এবং ২৪৭ জন অন্যান্য পদবীর সৈনিক অনুশীলনে অংশ নিচ্ছেন। এটি শেষ হবে ১৬ অক্টোবর।