২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৪৮:১১ অপরাহ্ন


দুর্নীতি মামলায় শুরু হল ট্রাম্পের বিচার ‌প্রক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৩
দুর্নীতি মামলায় শুরু হল ট্রাম্পের বিচার ‌প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত


আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হল নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে।

সোমবার আদালতে শুনানিতে হাজির ছিলেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও তাঁর দুই ছেলে ও প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সম্পত্তি নিয়ে প্রকৃত সত্য জানাননি। কর সংগ্রহকারী, ঋণদাতা ও ইন্স্যুরেন্স কোম্পানিকে মিথ্যা তথ্য দিয়েছেন।

শুনানিতে নিউইয়র্ক প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবী কেভিন ওয়ালেস বলেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ১০০ কোটি ডলারের বেশি সম্পদ উপার্জন করেছেন। যদিও ট্রাম্প বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ট্রাম্প আদালত কক্ষ থেকে রেগেমেগে বেরিয়ে আসছেন। যদিও দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে জেলে যেতে হবে না। তবে তিনি ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখে পড়তে পারেন। সেই সঙ্গে বড় অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে ট্রাম্পের।