২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২১:৪৭ অপরাহ্ন


নাইজারে বিদ্রোহীদের হামলায় নিহত ১২ সেনা
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৩
নাইজারে বিদ্রোহীদের হামলায় নিহত ১২ সেনা টিলাবেরি অঞ্চলে সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত


নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন সরাসরি হামলায় নিহত হয়েছেন। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামলার জবাব দেয়ার চেষ্টাকালে গাড়ি দুর্ঘটনায়।

আল জাজিরার প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে আফ্রিকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা সদস্যদের ওপর হামলা চালায় শত শত মোটরসাইকেল আরোহী সশস্ত্র বিদ্রোহী।

 
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদ্রোহীর হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাত সেনা নিহত হয়েছেন।  অন্য পাঁচজন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হন।
 
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার পেছনে আল-কায়েদা ও ইসলামিক স্টেট তথা আইএসের হাত রয়েছে বলে সন্দেহ করছে নাইজার প্রশাসন। গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল ও পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।
 
চলতি সপ্তাহে নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটে। গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের সেনাবাহিনী। 
 
দেশটিতে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি প্রায় দেড় হাজার ফরাসি সৈন্য রয়েছে। ফরাসি এসব সৈন্য প্রত্যাহারের দাবিতে কয়েক মাস ধরেই নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ করছিল সাধারণ মানুষ।
 
নাইজারের প্রতিরক্ষামন্ত্রী সালিফু মোডি জানিয়েছেন, হামলার পর শত্রুর অবস্থান শনাক্ত করতে তল্লাশি অভিযান চলমান রয়েছে। হামলার ঘটনাটি মূলত ঘটেছে দেশের দক্ষিণ-পশ্চিমে টিলাবেরি অঞ্চলে।
 
নাইজার, বুরকিনা ফাসো ও মালি সীমান্তের মিলনস্থলে অঞ্চলটির অবস্থান। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএসের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের গোপন ঘাঁটি রয়েছে।