২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৭:২০ অপরাহ্ন


পাকিস্তানে আরও এক বোমা বিস্ফোরণ, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৩
পাকিস্তানে আরও এক বোমা বিস্ফোরণ, নিহত ৫


পাকিস্তানে আরও একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু শহরের এক মসজিদে। জুমার নামাজের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

বেলুচিস্তানে বোমা হামলার পরপরই খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ ঘটে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটে।

 
ওই ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ১২ রবিউল আউয়াল। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মোহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে।

এদিন বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহানবী হযরত মোহাম্মদের (সা.) প্রতি ভালোবাসা প্রকাশ করছে মুসলিমরা।
 
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানেও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। ঈদে মিলাদুন্নবী ‍উপলক্ষে বৃহস্পতিবারের মতো শুক্রবারও দেশটির বিভিন্ন অঞ্চলে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশের মধ্যে বেলুচিস্তানের প্রদেশের মাস্তুং জেলায় আয়োজিত সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
 
স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে একে ‘আত্মঘাতী বোমা হামলা’ বলে মনে করছেন। এতে এখন পর্যন্ত ৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, বেলুচিস্তানের বোমা বিস্ফোরণের পরপরই খাইবার পাখতুন খোয়ার হাঙ্গু শহরের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় মসজিদের ভেতর ৩০-৪০ ‍মুসল্লি জুমার নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের ফলে মসজিদের ছাদ ধসে পড়ে।
 
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচজন মুসল্লির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালের নেয়া হয়েছে। উদ্ধারকারী দলের একজন মুখপাত্র জানিয়েছেন, ধসেপড়া ছাদের নিচে এখনও অনেকেই চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে ভারি মেশিন ব্যবহার করা হচ্ছে।