২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২২:৫৭ অপরাহ্ন


পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৩
পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৪ ছবি: সংগৃহীত


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুতে একটি মসজিদে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা শুক্রবার বলেছেন, বিস্ফোরণে একজন পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। খবর জিও নিউজের।

এটি ছিল এক দিনে পাকিস্তানে আঘাত হানা দ্বিতীয় সন্ত্রাসী হামলা। প্রথম হামলাটি হয় বেলুচিস্তানের মাস্তুং জেলায়। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়।

পরের হামলার ঘটনাটি ঘটেছে পুলিশ স্টেশন দোয়াবার প্যারামিটারের মধ্যে জুমার নামাজের খুতবার সময়। হাঙ্গুর জেলা পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ বলেন, মসজিদের ছাদ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে ৩০-৪০ জন লোক আটকে পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

আহমেদ বলেন, দুইজন আত্মঘাতী বোমা হামলায় জড়িত ছিল। একজন থানার গেট লক্ষ্য করে এবং অন্যজন মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১২ জনকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তিনি জানান।

খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আজম খান শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কারণ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিস্ফোরণের বিষয়ে প্রতিবেদন চেয়েছিলেন।

বিস্ফোরণটি মসজিদের কাছে ঘটে যেখানে লোকেরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে জড়ো হয়েছিল।