২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৯:৪৫ অপরাহ্ন


রাশিয়ার ৩৪টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৩
রাশিয়ার ৩৪টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের রাশিয়ার ৩৪টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের


ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ আঘাত হানে রাশিয়া। রাতভর সেখানে হামলা চালায় হানাদার রুশ ড্রোন। কিন্তু জবাব দিতে পিছপা হয়নি ইউক্রেনের সেনাও। বৃহস্পতিবার হামলাকারী ৪৪টি শাহেদ ড্রোনের মধ্যে ৩৪টি ড্রোনই ধ্বংস করে দেয় জেলেনস্কি বাহিনী।  

ইউক্রেনের সেনা সূত্রে খবর, ওডেসা, মাইকোলাইভ, কিরোভওহার্দ অঞ্চলগুলোকে নিশানা করেছিল রাশিয়া। রাতভর এই এলাকাগুলোয় ড্রোন হামলা চালায় রুশবাহিনী। এর মধ্যে মাইকোলাইভে মিসাইলও ছোড়ে মস্কো। এই বিষয়ে টেলিগ্রামে ইউক্রেনীয় সেনার এক বার্তায় বলা হয়েছে, ‘প্রতিপক্ষের আক্রমণের কড়া জবাব দিতে যুদ্ধবিমান, যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহার করা হয়েছে।’ পুতিনবাহিনীর বিরুদ্ধে সাফল্যের পর ওডেসার স্থানীয় গভর্নর ওলেহ কিপার বলেন, “আমাদের প্রতিরক্ষা বাহিনী অভাবনীয় কাজ করেছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও কোনও খবর নেই।”

উল্লেখ্য, গতকালই ওডেসায় ভয়াবহ হামলা চালায় রাশিয়া। লাগাতার গোলাবর্ষণে প্রাণ হারান ৬ জন। ক্ষতি হয় প্রায় ১০০০ টন খাদ্যশস্যের। মস্কো যতই ইউক্রেনের বুকে আঘাত হানুক না কেন, সমান তালে প্রতিরোধ গড়ে চলেছে কিয়েভ।

এদিকে, আক্রমণের ধারা তীব্র করে একের পর এক রুশ শহর ও ঘাঁটিতে আঘাত হানছে ইউক্রেনীয় সেনা। কয়েকদিন আগেই কৃষ্ণসাগরে রাশিয়ার নৌসেনার সদর দপ্তরে ভয়াবহ মিসাইল হামলা চালায় তারা। বাখমুট সংলগ্ন অঞ্চলে অভিযান চালিয়ে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে জেলেনস্কি বাহিনী। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই পালটা মার আসলে যুদ্ধের মোড় ঘোরার সঙ্কেত।