২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৭:০২ পূর্বাহ্ন


বিশ্বের সব দেশকে পিছনে ফেলল আফগান মুদ্রা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
বিশ্বের সব দেশকে পিছনে ফেলল আফগান মুদ্রা ফাইল ফটো


তালিবান নতুন করে কাবুল দখল করার পর থেকেই আফগানিস্তানে শুরু হয়েছে নয়া অন্ধকার যুগ। সেখানকার মানুষদের জীবনযাত্রার অবনতির পাশাপাশি দেশটার ধুঁকতে থাকা অর্থনীতির বিষয়টিও সামনে এসেছে। কিন্তু এহেন পরিস্থিতিতে সামনে এল এক বিস্ময়কর তথ্য। ব্লুমবার্গের এক রিপোর্টের দাবি, আফগানিস্তানের মুদ্রা আফগানিই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে সারা পৃথিবীর সমস্ত মুদ্রাকে পিছনে ফেলে দিয়েছে!

ঠিক কী দাবি করা হয়েছে ওই রিপোর্টে? সেখানে দেখা যাচ্ছে, আফগানির মূল্য বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। আর এর পিছনে রয়েছে তালিবানের সূক্ষ্ম চাল। সেদেশের খোলা বাজারে মার্কিন ডলার কিংবা পাকিস্তানি টাকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়। অনলাইন লেনদেনেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। রীতিমতো কড়া শাস্তির ফতোয়া দেওয়া হয়েছে। উদ্দেশ্য, একটাই। আফগানির ব্যবহার বাড়ানো। আর এর ফলেই এই ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এমন নজির গড়ল আফগানি।

তবে এহেন নজির গড়েও আফগানিস্তান কিন্তু রয়ে গিয়েছে সেই অন্ধকারেই। এখনও অপরিসীম দারিদ্র ও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর সব ছবি সামনে আসছে। অথচ গত বছরের নিরিখে ১৪ শতাংশ বেড়েছে আফগানির মূল্য। সারা পৃথিবীর হিসেবে সব মিলিয়ে কাবুলিওয়ালার দেশের মুদ্রা এখন তিন নম্বরে। কলম্বিয়া ও শ্রীলঙ্কার মুদ্রার পরেই।

ব্লুমবার্গের এক রিপোর্টের দাবি, আফগানিস্তানের মুদ্রা আফগানিই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে সারা পৃথিবীর সমস্ত মুদ্রাকে পিছনে ফেলে দিয়েছে!