২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:১৬:০৩ পূর্বাহ্ন


পুলিশের সামনেই নিজের মাথায় গুলি মার্কিন কিশোরী
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৩
পুলিশের সামনেই নিজের মাথায় গুলি মার্কিন কিশোরী পুলিশের সামনেই নিজের মাথায় গুলি মার্কিন কিশোরী


আমেরিকায় বাড়ি থেকে পালিয়ে পার্টি করছিল ১৪ বছরের কিশোরী। মেয়েকে ফিরিয়ে আনতে পুলিশের দারস্থ হলেন বাবা-মা। কিন্তু বাড়ি ফিরতে নারাজ সে। উদ্ধারকারী পুলিশকে দেখেই নিজের মাথায় গুলি চালিয়েছে কিশোরী।

আমেরিকার (USA) কানসাসে এ ঘটনা ঘটে। মেয়েকে হারিয়ে শোকে পাথর ওই কিশোরীর বাবা।

জানা গেছে, ওই কিশোরীর নাম জেইলি চিলসন। বাড়ি থেকে পালিয়ে একটি পার্টিতে যোগ দিয়েছিল সে। দীর্ঘক্ষণ না ফেরায় পুলিশে খবর দেন জেইলির বাবা। শহরের নানা এলাকায় খুঁজে শেষ পর্যন্ত ওই পার্টিতে পৌঁছায় পুলিশ। জেইলিকে দেখতে পেয়েই তাকে বাড়ি ফিরতে অনুরোধ করেন কর্মকর্তারা। কিন্তু কিছুতেই বাড়ি ফিরতে নারাজ জেইলি। পুলিশের হাত থেকে পালাতে নয়া ফন্দি আঁটে সে।

আধিকারিকের কথা মতো পুলিশের গাড়ির কাছে পৌঁছায় জেইলি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা বন্দুক বের করে ফেলে সে। পুলিশের সামনেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে ফেলে জেইলি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে।

মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন জেইলির বাবা। তিনি বলেন, “আমার মেয়ের মতো মেয়ে হয় না। ও আমাদের সবকিছু ছিল। এখন আমাদের হৃদয়টাই ভেঙে গেল। ওর মৃত্যু মেনে নিতে পারছি না।” কেন বাড়িতে ফিরতে এত সমস্যা ছিল জেইলির? তার বাবা বলেন, বেশ কয়েকদিন ধরেই নানা বিষয়ে জেইলিকে হুমকি দিচ্ছিল বন্ধুরা। সেই কারণে বেশ ভয়ে ভয়ে ছিল ওই কিশোরী। তবে ঘটনার তদন্তে নেমে এখনও কোনও অভিযোগ পায়নি পুলিশ।