২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৯:০৪ পূর্বাহ্ন


এবার যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে সিগারেট!
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৩
এবার যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে সিগারেট! ফাইল ফটো


যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তরুণ প্রজন্ম যেন সিগারেট কিনতে না পারে, সে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই সিগারেট বিক্রি নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করছেন সুনাক। এমন কোনো নিয়ম তিনি আনতে চলেছেন, যাতে ব্রিটেনের তরুণ প্রজন্ম আর সিগারেট কিনতে না পারে।
 
এদিকে রয়টার্স বলেছে, গত বছর নিউজিল্যান্ডে এরকমই সিগারেটবিরোধী পদক্ষেপ নিয়েছিল সে দেশের সরকার। বলা হয়েছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মেছেন, তাদের কাছে কোনো ধরনের সিগারেট বিক্রি করা যাবে না। সুনাকও নিউজিল্যান্ড সরকারের পথেই হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের জবাবে ব্রিটেন সরকারের মুখপাত্র বলেছেন, আমাদের সরকারের ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ হওয়ার যে লক্ষ্য রয়েছে তা পূরণ করতে চাই এবং এ কারণে সবাইকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করতে চাই। আর এই কারণেই আমরা এরই মধ্যে ধূমপানের হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছি।