২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:২০:৩৫ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১ সংগৃহিত ছবি


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ ইলিয়াস আলী নিরব নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২সেপ্টেম্বর) রাত ৩ টায় মাদক কারবারি ইলিয়াস আলীকে তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতার মাদক কারবারি ইলিয়াস আলী নিরব (৩০),  ঠাকুরগাঁও উপজেলার দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে। এসময় তার নিজ ঘরের মেঝে থেকে ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। 

বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৭৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে তাঁকে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।