অনলাইন ডেস্ক: রাজধানীর বেইলি রোডে পিকআপভ্যানের ধাক্কায় মো. নূরে আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আগত তুহিনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই নূর হোসেন বলেন, আমার ভাই ও আরও একজন তেজগাঁওয়ের একটি ডিমের আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিলেন। বেইলি রোড মসজিদের সামনে যাওয়া মাত্রই একটি খালি পিকআপ (ঢাকা মেট্রো ড-১১-৪৭৫০) তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর। তাদের বাবার নাম মেহরাব হোসেন। নূরে আলম রাজধানীর কামরাঙ্গীচরে থাকতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।
রাজশাহীর সময় / এফ কে