২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:১৮:১২ অপরাহ্ন


রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কুমারপাড়াস্থ রী রবদা কালী মাতার মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. সুজিত সরকার। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সহ-সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, মহিলা ঐক্য পরিষদের বরুনা সীল, দিপীকা রায়, পুজা উদযাপন পরিষদের সভাপতি শরৎ চন্দ্র সরকার, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক রুদ্র ধর। প্রার্থনা পরিচালনা করেন পুরহিত সম্ভু নাথ শর্মা।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সাধন রায়, শঙ্কর ঘোষ, সুকুমার সরকার, নন্দদুলাল চক্রবর্তী, রনী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় /এএইচ