ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া ধর্মাবলম্বীদের একটি মাজারে বন্দুক হামলায় একজন নিহত এবং আট জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বৌয়ালি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহ চেরাগ মাজারে হামলার এ ঘটনা ঘটে। অস্ত্রধারী এক ব্যক্তি মাজারের দক্ষিণ গেট দিয়ে ঢুকে চারজনকে গুলি করে। এরমধ্যে একজন মারা যান।
ইয়াদুল্লাহ বৌয়ালি জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এ ঘটনার পর মাজারের ভেতরের ব্যক্তিরা দৌড়ে মাজার থেকে বেরিয়ে যাচ্ছে এবং আশপাশের দোকানিরা তাদের দোকানপাট বন্ধ করে দিচ্ছে। এছাড়াও মাজারের ভেতরের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, মাজারের দেয়াল ও জানালায় গুলির আঘাতে গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও মেঝেতে লেগে থাকা রক্তও দেখা গেছে।
এক বছরের কম সময়ের মধ্যে শাহ চেরাগ মাজারে দ্বিতীয়বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
শাহ চেরাগ শিয়া ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। গত বছরের ২৬ অক্টোবর এখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই বন্দুকধারীসহ ১৫ জনের প্রাণ গিয়েছিল। এই হামলায় আহত হয়েছিলেন আরও অন্তত ৪০ জন। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।